

এবিএনএ : দেশকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত করে উন্নত, সুখি-সমৃদ্ধ, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে জেলা পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। রোববার (২১ জুন) সচিবালয়ে কুমিল্লা, চাঁদপুর এবং ভোলা জেলা পরিষদের নব-নির্বাচিত তিন সদস্যকে শপথ বাক্য পাঠ শেষে তিনি এ আহবান জানান।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন। নব নির্বাচিত সদস্যরা হলেন- কুমিল্লা জেলা পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য মো. নজরুল ইসলাম, চাঁদপুর জেলা পরিষদের ১২ নং সদস্য মো. জাকির হোসেন এবং ভোলা জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান।
তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জেলা পরিষদ আইন ২০০০’ সংশোধন করে জেলা পরিষদকে অধিকতর জনকল্যাণমুখী ও যুগোপযোগী করে এর কাঠামো অত্যন্ত শক্তিশালী করেছেন। তিনি বলেন, জেলা পরিষদ দেশের অবকাঠামো উন্নয়নে প্রত্যন্ত অঞ্চলে সরকারের নেওয়া ও বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের জেলা পরিষদগুলোকে আরও বেশি জনবান্ধব এবং উন্নয়নমুখী করতে জেলা পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে একযোগ হয়ে কাজ করারও আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী।