
এবিএনএ : মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন।
আজ বুধবার সকালে ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিছুর রহমানের কাছ থেকে মহাপরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন। নবনিযুক্ত মহাপরিচালক আজ সকালে পিলখানায় এসে পৌঁছালে বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি এর আগে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োজিত ছিলেন।
মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ১৯৬৬ সালের ২ মার্চ জয়পুরহাট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২৫ জুন ১৯৮৪ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদান করেন এবং ১৯৮৬ সালের ২৭ জুন ইনফ্যান্ট্রি কোরে কমিশন লাভ করেন।
Share this content: