খেলাধুলা

দেশে ফিরলেন ‘কাটার মাস্টার’

এ বি এন এ : কাঁধে অস্ত্রোপচারের লন্ডন থেকে নিজ দেশে ফিরলেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। এমনিতেই বাড়ির বাইরে থেকে তিনি এখনও অভ্যস্ত হয়ে উঠতে পারেননি। আজ সোমবার সকাল এগারটায় দেশের মাটিতে পা রাখলেন তিনি।

কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে খেলতে গিয়েছিলেন দ্য ফিজ। কিন্তু মাত্র দুটি ম্যাচই খেলতে পেরেছিলেন তিনি। বাদ সাধে কাঁধের ইনজুরি। জীবনে প্রথমবারের মতো যেতে হয় লন্ডনের বিখ্যাত সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের ছুরির তলায়। ১২ আগস্ট লন্ডনের একটি হাসপাতালে সার্জন ওয়ালেস তাঁর কাঁধে অস্ত্রোপচার করেন। পুনর্বাসন-প্রক্রিয়া শেষে মুস্তাফিজের মাঠে ফিরতে চার মাস লেগে যেতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী অস্ত্রোপচারের সময় মুস্তাফিজের পাশে ছিলেন। তাকেই অপারেশন পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ার সবকিছু বুঝিয়ে দিয়েছেন ওয়ালেস। যতদুর বোঝা যাচ্ছে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে সম্ভবত খেলতে পারছেন না তিনি। এটাই এখন মুস্তাফিজের বড় আক্ষেপ। দেশে পা রেখেই বললেন, “যেকোনো সিরিজ খেলতে না পারলে খারাপ লাগে।” আপাতত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী চারমাস কাটবে কাটার মাস্টারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button