বিনোদন

‘মৌ আমার চেয়ে ভালো মানুষ’, সংসার জীবনের গুঞ্জন নিয়ে খোলামেলা জবাব জাহিদ হাসানের

শোবিজ তারকা জাহিদ হাসান জানালেন, সংসারে নেই কোনো সমস্যা, বরং স্ত্রী মৌ-ই তার সুখের প্রধান ভরসা

এবিএনএ: দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী জাহিদ হাসান ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ শোবিজ অঙ্গনের অন্যতম আলোচিত তারকা দম্পতি। প্রায় ২৮ বছরের সংসারজীবন পার করলেও তাদের একসঙ্গে প্রকাশ্যে দেখা যায় না খুব বেশি। এ থেকেই জন্ম নেয় দাম্পত্য জীবনে অশান্তির গুঞ্জন। তবে সম্প্রতি এক পডকাস্টে এসব গুঞ্জনের সরাসরি জবাব দিয়েছেন জাহিদ হাসান।

তিনি স্পষ্ট জানিয়ে দেন, “আমাদের সংসারে কোনো সমস্যা নেই, বরং আমরা অনেক সুখে আছি।” তার ভাষায়, “মৌ আমার সবকিছু সামলায়, খেয়াল রাখে। সত্যি বলতে, আমি যেন মায়ের মতো একটি স্ত্রী পেয়েছি।”

স্ত্রীর গুণের প্রশংসা করতে গিয়ে তিনি আবেগী হয়ে বলেন, “আমাদের মধ্যে কখনো ইগোর লড়াই হয় না। কারণ, মৌ আমার চেয়ে অনেক ভালো মানুষ।”

তবে তিনি স্বীকার করেন, শুটিংয়ের ব্যস্ততার কারণে সামাজিক অনুষ্ঠানগুলোতে তাদের একসঙ্গে দেখা যায় না। এমনকি নিজের ভাইয়ের বিয়েতেও যেতে পারেননি কাজের কারণে। এ কারণেই অনেক অনুষ্ঠানে একা যান মৌ।

অতীত প্রেম নিয়েও খোলামেলা কথা বলেন জাহিদ। জানান, তার সাবেক প্রেমিকার কথা মৌ জানেন এবং মাঝেমধ্যে তা নিয়ে মজাও করেন। যদিও সাবেক প্রেমিকার বিষয়ে তিনি কোনো অসম্মানজনক মন্তব্য করতে চাননি। তার মতে, “যাকে একসময় ভালোবেসেছি, সে-ও ভালো থাকুক, এটাই বড় কথা।”

জাহিদ-মৌ দম্পতির সংসারে দুই সন্তান। বড় মেয়ে জোহায়রা জাহিদ পুষ্পিতা এবং ছোট ছেলে জারিফ জাহিদ সাইম, দুজনেই পড়াশোনায় মনোযোগী।

👉 জাহিদ হাসানের ভাষায়, সংসারে সুখের মূল রহস্য হলো পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও বোঝাপড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button