জাতীয়

উত্তরায় বিমান দুর্ঘটনায় জাতির শোক: মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত-আহতদের স্মরণে পতাকা অর্ধনমিত ও বিশেষ প্রার্থনার আয়োজন

এবিএনএ:  রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এ মর্মান্তিক দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

সোমবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একইসঙ্গে বিদেশে অবস্থিত সকল বাংলাদেশি দূতাবাস ও মিশনেও অর্ধনমিতভাবে পতাকা উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু পতাকা নয়, নিহত ও আহতদের স্মরণে দেশব্যাপী ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনার আয়োজনের কথা বলা হয়েছে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের নিজ নিজ উপাসনালয়ে এই প্রার্থনা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, সোমবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে দুর্ঘটনাকবলিত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন, যাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ঘটনাটি তদন্তে ইতোমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।

দুর্ঘটনার পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মহল থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button