উত্তরার কলেজে বিমান বিধ্বস্তের পর উদ্ধারকাজ শেষ, সরানো হলো ধ্বংসাবশেষ
মাইলস্টোন কলেজে এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শেষ, নিহত ১৯, আহত বহু


এবিএনএ: ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান এফটি-৭ বিজিআই-এর ধ্বংসাবশেষ অবশেষে সরিয়ে নেওয়া হয়েছে। আজ সোমবার রাতে কলেজ চত্বরে চালানো উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করা হয়।
সোমবার দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলায় অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর এ কে খন্দকার ঘাঁটি থেকে উড্ডয়ন করে বিমানটি। প্রশিক্ষণ চলাকালীন যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার একটি ঘনবসতিপূর্ণ এলাকায় অবতরণ করে এবং মাইলস্টোন কলেজ ভবনে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনাস্থলে উপস্থিত উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাত্ক্ষণিকভাবে অভিযান শুরু করেন। ধ্বংসাবশেষ সরানোর জন্য আনা হয় বিশেষ যান, যার মাধ্যমে বিধ্বস্ত বিমানের ভগ্নাবশেষ কলেজ এলাকা থেকে সরিয়ে ফেলা হয়।
এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, যাদের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৫০ জনের বেশি, যাদের অনেকেই চিকিৎসাধীন রয়েছেন বার্ন ইনস্টিটিউটে।
প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বাংলাদেশ বিমান বাহিনী তদন্ত কমিটি গঠন করেছে। এরই মধ্যে উদ্ধারকাজ শেষ হওয়ায় এলাকার নিরাপত্তা ও যানচলাচল স্বাভাবিক করার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।
দেশজুড়ে এই দুর্ঘটনা গভীর শোকের ছায়া ফেলেছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রীসহ দেশ-বিদেশের অনেকেই শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।