

এবিএনএ: যুক্তরাষ্ট্রে পড়াশোনার ইচ্ছা থাকলে দেরি না করে এখনই স্টুডেন্ট ভিসার আবেদন করুন—এই পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়েছে, উচ্চশিক্ষার জন্য আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীদের দ্রুত স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করা উচিত, যেন যথাসময়ে ভিসা প্রক্রিয়া শেষ করা যায়।
পোস্টে বলা হয়, স্টুডেন্ট ভিসা (F-1) পেতে হলে একাধিক ধাপ অতিক্রম করতে হয়। এর মধ্যে অন্যতম হলো—দূতাবাসে সাক্ষাৎকার দেওয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে প্রস্তুত রাখা। তাই সময় থাকতেই আবেদন প্রক্রিয়া শুরু করার তাগিদ দেওয়া হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, প্রতিবছর যুক্তরাষ্ট্রের শত শত বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ থেকে অসংখ্য শিক্ষার্থী ভর্তি হয়ে থাকেন। এ বছর যাতে কেউ সুযোগ থেকে বঞ্চিত না হন, সেজন্য আগেভাগেই আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মার্কিন দূতাবাস নিয়মিতভাবে তাদের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়াতে স্টুডেন্ট ভিসা, সাক্ষাৎকারের প্রস্তুতি এবং প্রয়োজনীয় কাগজপত্র সংক্রান্ত দিকনির্দেশনা দিয়ে থাকে। শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে এসব তথ্য নিয়মিত অনুসরণ করার জন্য।