যুক্তরাষ্ট্রে একসঙ্গে ৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল
আইন ভঙ্গ, অপরাধে জড়িত থাকা ও নিরাপত্তা ঝুঁকির অভিযোগে যুক্তরাষ্ট্র কড়াকড়ি, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী বিভিন্ন দেশের নাগরিক


এবিএনএ: এক কড়াকড়ি পদক্ষেপে যুক্তরাষ্ট্র ৬ হাজারেরও বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানায়, আইন ভঙ্গ ও নিরাপত্তা ঝুঁকির কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের অনেকের বিরুদ্ধেই হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি এবং সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ রয়েছে। যদিও “সন্ত্রাসবাদে সমর্থন” বলতে নির্দিষ্ট করে কিছু জানায়নি স্টেট ডিপার্টমেন্ট। তবে ফিলিস্তিনের পক্ষ নেওয়া কিছু শিক্ষার্থীর কার্যক্রমকে ঘিরেই নজরদারির কথা উল্লেখ করা হয়।
সংস্থাটি জানায়, ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৪ হাজার জনের ভিসা বাতিল হয়েছে সরাসরি আইন লঙ্ঘনের কারণে। এছাড়া ২০০ থেকে ৩০০ শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে যুক্তরাষ্ট্রের আইএনএ থ্রি-বি আইন এর আওতায়, যেখানে মানুষের জীবনের জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।
এ বছরের শুরুতে শিক্ষার্থী ভিসার সাক্ষাৎকার স্থগিত করেছিল ট্রাম্প প্রশাসন। জুনে পুনরায় প্রক্রিয়া চালুর সময় নতুন শর্ত দেওয়া হয়—সকল আবেদনকারীকে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট জমা দিতে হবে, যাতে তাদের অনলাইন কার্যক্রম যাচাই করা যায়। এতে যুক্তরাষ্ট্রবিরোধী কার্যকলাপ বা বিদ্বেষমূলক আচরণ শনাক্ত করা সহজ হবে বলে জানানো হয়েছিল।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত মে মাসে বলেন, জানুয়ারি থেকে হাজার হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। তবে সুনির্দিষ্ট সংখ্যা তিনি উল্লেখ করেননি। তার ভাষায়, “যারা অতিথি হয়ে এসে শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের ভিসা বাতিল অব্যাহত থাকবে।”
ওপেন ডোরস নামের একটি সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২১০টির বেশি দেশ থেকে ১১ লাখেরও বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে ভর্তি হয়েছেন। তাদের অনেকের ওপরই এবার ভিসা নীতির কঠোর প্রভাব পড়তে যাচ্ছে।