আমেরিকা

গোপালগঞ্জে সহিংসতার প্রতিবাদে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ

বাংলাদেশে সেনাবাহিনী ও পুলিশের গুলিতে হতাহতের ঘটনায় স্টেট ডিপার্টমেন্টের সামনে সমাবেশ করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

এবিএনএ:  বাংলাদেশের গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে সাধারণ মানুষের প্রাণহানি এবং ব্যাপক গ্রেফতারের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টের সামনে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

গত ২৫ জুলাই, শুক্রবার বিকেলে আয়োজিত এ সমাবেশে প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ।

সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ছাড়াও নিউইয়র্ক স্টেট ও মহানগর আওয়ামী লীগ, ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগ, ভার্জিনিয়া ও মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে নিউইয়র্ক থেকে আসার পথে নেতাকর্মীদের উদ্দেশ্যে টেলিফোনে বক্তব্য দেন আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান সরকারের প্রধান শেখ হাসিনা।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ জন নিহত হন এবং অন্তত ৫০ জন আহত হন, যাদের মধ্যে পুলিশ ও সংবাদকর্মীও রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রের মাটিতে প্রতিবাদী অবস্থান জানান।

বক্তারা বলেন, “গণতন্ত্রবিরোধী ও ষড়যন্ত্রমূলক এই কর্মসূচির নামে দেশে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগের শান্তিকামী নেতাকর্মীদের ওপর অপপ্রচার চালিয়ে সহিংসতার দায় চাপানো হচ্ছে।”

তারা আরও জানান, গোপালগঞ্জে যারা সহিংসতা করেছে, তারা রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করছে, আর সে বিষয়ে আন্তর্জাতিক মহলকে সচেতন করতেই এ কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button