টাইফুন রাগাসার তাণ্ডব: হংকং-তাইওয়ানে ব্যাপক বিপর্যয়, মৃতের সংখ্যা বেড়ে ১৭
বাঁধ ভেঙে তাইওয়ানে প্রাণ গেল ১৫ জনের, হংকংয়ে সর্বোচ্চ সতর্কতা; ঝুঁকিতে চীনের দক্ষিণাঞ্চল


এবিএনএ: সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে হংকং ও তাইওয়ান পরিণত হয়েছে দুর্যোগকবলিত এলাকায়। প্রবল ঝড়ো বাতাস, টানা বর্ষণ আর ভয়ংকর জলোচ্ছ্বাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
তাইওয়ানে একটি পুরনো লেকের বাঁধ ভেঙে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ১৮ জন এবং এখনো নিখোঁজ রয়েছেন ১২৪ জন। ফিলিপাইনসের উত্তরাঞ্চলেও ঝড়ের প্রভাবে দুজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।
হংকংয়ে টাইফুনের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সড়কে গাছ ভেঙে পড়ায় তৈরি হয়েছে তীব্র যানজট, শহরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ঢেউয়ের আঘাতে একটি বিলাসবহুল হোটেলের কাচ ভেঙে ভেতরে পানি ঢুকে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছে টাইফুন সতর্কতার সর্বোচ্চ স্তর। ক্যাসিনো শহর ম্যাকাওয়েও নেমে এসেছে বন্যার মতো পানি, নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছে নিচু এলাকার বিদ্যুৎ সরবরাহ।
চীনের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার দুপুর থেকে রাতের মধ্যে রাগাসা ওয়াংডং প্রদেশের ঝুহাই ও ঝানজিয়াং উপকূলে আঘাত হানতে পারে। এ কারণে অন্তত ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং দশটির বেশি শহরে শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদরা টাইফুন রাগাসাকে ‘ঝড়ের রাজা’ আখ্যা দিয়ে সতর্ক করেছেন যে, এর ফলে প্রবল ক্ষয়ক্ষতি ও অতিবৃষ্টি হতে পারে, যা আরও ভয়াবহ পরিস্থিতির জন্ম দিতে পারে।