গাজাকে স্বাধীনতা অঞ্চল বানাতে চায় যুক্তরাষ্ট্র, ফের বিতর্কিত মন্তব্য ট্রাম্পের
গাজাকে স্বাধীনতা অঞ্চল বানাতে চায় যুক্তরাষ্ট্র, ফের বিতর্কিত মন্তব্য ট্রাম্পের


এবিএনএ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে মন্তব্য করে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছেন। কাতারের রাজধানী দোহায় এক সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি গাজার নিয়ন্ত্রণ নিতে পারে, তাহলে সেখানে ‘স্বাধীনতা অঞ্চল’ গড়ে তোলা হবে, যেখানে সকল মানুষ নিরাপদে বসবাস করতে পারবে।
ট্রাম্প বলেন, “আমার মনে হয় গাজার জন্য কিছু ভালো পরিকল্পনা রয়েছে। চলুন এটিকে একটি স্বাধীনতা অঞ্চলে রূপান্তর করি। যুক্তরাষ্ট্র এতে যুক্ত হোক, আমি গর্বিত হবো যদি আমরা গাজাকে রূপান্তর করতে পারি এমন একটি স্থানে, যেখানে মানুষ নিরাপদ বাড়িতে বাস করতে পারবে। এ সমস্যার কোনো স্থায়ী সমাধান আজও হয়নি।”
তবে তিনি স্পষ্ট করে বলেন, গাজার নিয়ন্ত্রণ নিতে হলে আগে হামাসকে পরাজিত করতে হবে। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে হামাস পরিচালিত ‘অপারেশন আল-আকসা ফ্লাড’-এর ঘটনাকে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর হামলা হিসেবে উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, “হামাসের মুখোমুখি হওয়া প্রয়োজন। ইতিহাসে ৭ অক্টোবর দিনটি ছিল অন্যতম ভয়ানক। এটি শুধু এই অঞ্চলের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্যই ছিল এক নিষ্ঠুর দিন। আমি মনে করি এমন বর্বরতা আগে কখনো দেখা যায়নি।”
তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং ফিলিস্তিন প্রশ্নে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। অনেকেই বলছেন, গাজা উপত্যকা নিয়ে এমন পরিকল্পনা আন্তর্জাতিক আইন ও গাজাবাসীর অধিকারকে অগ্রাহ্য করে।
Share this content: