আমেরিকা

বাল্টিমোরে সেনা পাঠানোর হুমকি ট্রাম্পের, চরম উত্তেজনা ছড়াচ্ছে মার্কিন রাজনীতিতে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেনা মোতায়েনের হুমকিতে গভর্নর ওয়েস মুরের সঙ্গে দ্বন্দ্ব তীব্রতর, বাড়ছে সমালোচনা

এবিএনএ:  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন। এই সিদ্ধান্ত ঘিরে গভর্নর ওয়েস মুরের সঙ্গে তার রাজনৈতিক দ্বন্দ্ব আরও প্রকট আকার ধারণ করছে।

কয়েক দিন আগেই ওয়েস মুর ট্রাম্পকে নিরাপত্তা পদযাত্রায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। কিন্তু ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, প্রয়োজন হলে তিনি ‘সেনা পাঠাবেন’, যেমন ওয়াশিংটন ডিসিতে পাঠানো হয়েছিল। তার দাবি, এভাবেই দ্রুত অপরাধ দমন সম্ভব হবে।

ডেমোক্র্যাট নেতারা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছেন। তাদের অভিযোগ, শহরের ভেতরে সামরিক বাহিনী ব্যবহার করা সরাসরি ‘ক্ষমতার অপব্যবহার’। গভর্নর মুর ট্রাম্পের মন্তব্যকে ‘অজ্ঞতাপূর্ণ’ বলে আখ্যায়িত করেছেন এবং বলেছেন, স্থানীয় জনগণের বাস্তবতা না জেনেই বারবার ভুল ধারণা ছড়ানো হচ্ছে।

ট্রাম্প ইতোমধ্যেই ওয়াশিংটন ডিসিতে প্রায় দুই হাজার সেনা মোতায়েন করেছেন, যেখানে অপরাধ দমন অভিযানে কয়েকশ’ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সমালোচকরা বলছেন, রাজধানীসহ অন্যান্য শহরে সেনা নামানো মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ।

২০২৪ সালে ওয়াশিংটন ডিসিতে অপরাধের হার ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে, আর ২০২৫ সালেও সেই ধারা অব্যাহত রয়েছে। তবুও ট্রাম্প শিকাগো ও নিউইয়র্কেও সেনা পাঠানোর ইঙ্গিত দিয়েছেন। ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার এটিকে ‘ক্ষমতার চরম অপব্যবহার’ বলে মন্তব্য করেছেন।

এক জরিপে দেখা গেছে, বাল্টিমোরের প্রায় ৮০ শতাংশ মানুষ শহরে সেনা বা ফেডারেল বাহিনী মোতায়েনের বিপক্ষে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত দেশটির রাজনৈতিক মেরুকরণ আরও বাড়িয়ে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button