ভক্তদের উন্মাদনায় অস্বস্তিকর মুহূর্ত: চেন্নাই বিমানবন্দরে বিপাকে থালাপতি বিজয়
মালয়েশিয়া থেকে ফেরার পথে ভিড়ের চাপে জামা ছিঁড়তে বসেছিল দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের


এবিএনএ: প্রিয় তারকাকে এক ঝলক দেখার আকাঙ্ক্ষা অনেক সময় আনন্দের বদলে বিপত্তির কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি এমনই এক বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার রাতে মালয়েশিয়া থেকে চেন্নাইয়ে ফেরেন এই সুপারস্টার। সেখানে তিনি তার আসন্ন সিনেমা ‘জন নায়াগান’-এর অডিও লঞ্চ অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। বিজয়ের আগমনের খবর পেয়ে আগে থেকেই চেন্নাই বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন অসংখ্য ভক্ত।
টার্মিনাল থেকে বেরিয়ে গাড়ির দিকে এগোতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভক্তদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছিলেন অভিনেতা। একপর্যায়ে উন্মত্ত ভিড়ে তার পোশাক ধরে টানাটানি শুরু হয় এবং ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার উপক্রম হয় তার।
দেহরক্ষীদের দ্রুত হস্তক্ষেপে শেষ পর্যন্ত নিরাপদে গাড়িতে উঠতে সক্ষম হন বিজয়। তবে ঘটনাটি তারকা নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
শুধু বিজয়ই নন, সম্প্রতি অভিনেত্রী নিধি আগারওয়াল, হর্ষবর্ধন রানে এবং সামান্থা রুথ প্রভুর ক্ষেত্রেও ভক্তদের অতিরিক্ত উন্মাদনার কারণে একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, রাজনীতিতে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় অভিনয় জীবনকে বিদায় জানিয়েছেন থালাপতি বিজয়। সে হিসেবে ‘জন নায়াগান’ হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ চলচ্চিত্র। এইচ বিনোথ পরিচালিত সিনেমাটি আগামী বছরের ৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিতে বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। এছাড়া আরও রয়েছেন ববি দেওল, শ্রুতি হাসান, প্রকাশ রাজ, প্রিয়ামণি ও মমিতা বাইজু। কেভিএন প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমার বাজেট প্রায় ৩০০ কোটি রুপি।




