সেন্সর জটিলতায় থমকে গেল থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়গন’, অগ্রিম টিকিটের অর্থ ফেরত নিয়ে যা জানা গেল
মুক্তির দুই দিন আগে সিবিএফসি ছাড়পত্র না পাওয়ায় স্থগিত হলো ‘জন নায়গন’, আদালতের নির্দেশে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত


এবিএনএ: থালাপতি বিজয়ের অভিনীত ও বহুল প্রতীক্ষিত শেষ চলচ্চিত্র ‘জন নায়গন’ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ায় সিনেমা হলে ভিড়ের আভাস মিলেছিল। তবে মুক্তির ঠিক দুই দিন আগে বড় ধাক্কা খেল ছবিটি। সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় ভারতে সিনেমাটির নির্ধারিত মুক্তি স্থগিত করা হয়েছে।
প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশনস এক বিবৃতিতে জানিয়েছে, অনিবার্য কিছু প্রশাসনিক ও আইনি জটিলতার কারণে ৯ জানুয়ারি ‘জন নায়গন’ মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। নতুন মুক্তির তারিখ খুব শিগগিরই জানানো হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
সংস্থাটি আরও জানায়, দর্শকদের আবেগ ও প্রত্যাশার বিষয়টি তারা পুরোপুরি উপলব্ধি করছে। এই সিদ্ধান্ত সহজ ছিল না, তবে পরিস্থিতির কারণে সাময়িকভাবে অপেক্ষা করতে হচ্ছে সবাইকে।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, সিনেমাটি এখনো সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ছাড়পত্র পায়নি। বিষয়টি নিয়ে নির্মাতারা মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন। বুধবার আদালত চূড়ান্ত রায় স্থগিত রেখে সেন্সর বোর্ডকে নতুন করে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে।
তামিল সংস্করণের অনুমোদন না মিললে হিন্দি, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষার ডাব সংস্করণও মুক্তি পাবে না। ফলে মাল্টিল্যাঙ্গুয়াল রিলিজ পরিকল্পনা আপাতত অনিশ্চয়তায় পড়েছে।
এদিকে মুক্তি বাতিল হওয়ায় কর্ণাটকের ভিক্টরি সিনেমাসে ৯ জানুয়ারির সব প্রদর্শনী বাতিল করা হয়েছে। হল কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে কেনা টিকিটের টাকা স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে এবং কাউন্টার থেকে কাটা টিকিটের অর্থ নির্ধারিত প্রক্রিয়ায় ফেরত পাওয়া যাবে।
এইচ. বিনোথ পরিচালিত ‘জন নায়গন’ সিনেমায় থালাপতি বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিতা বাইজু, গৌতম বসুদেব মেনন, প্রিয়মণি ও নারায়ণ। এখন দর্শকদের একটাই প্রশ্ন—কবে বড় পর্দায় ফিরবে বিজয়ের শেষ অধ্যায়?




