বিনোদন

অ্যাড্রিয়াটিক সাগরের ঢেউয়ে রোমাঞ্চে ভাসছেন তাসনিয়া ফারিণ! দেখুন ৭ মনোমুগ্ধকর ছবি

ছুটি উপভোগে মন্টেনিগ্রোর বুদভা শহরে তাসনিয়া ফারিণ, অ্যাড্রিয়াটিক সাগরে তোলা ছবিতে মুগ্ধ ভক্তরা

এবিএনএ:  অল্প সময়েই নিজের অভিনয়ের দক্ষতা দিয়ে নাটক, ওটিটি ও সিনেমায় জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। একদিকে বাংলা চলচ্চিত্র, অন্যদিকে কলকাতার টালিউড সিনেমাতেও রয়েছে তার সফল অভিষেক। বিশেষ করে সাম্প্রতিক ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ ছবির সাফল্য তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে।

এই ব্যস্ততার ফাঁকেই ভ্রমণের জন্য সময় বের করে নিয়েছেন ফারিণ। বর্তমানে তিনি অবস্থান করছেন ইউরোপের জনপ্রিয় দেশ মন্টেনিগ্রোর বুদভা শহরে। পাহাড় আর সাগরের মোহনীয় সৌন্দর্যে মোহিত হয়ে সেখান থেকেই ভক্তদের জন্য পোস্ট করেছেন ৭টি দারুণ ছবি।

ছবিগুলোতে দেখা যাচ্ছে, অ্যাড্রিয়াটিক সাগরের পাড়ে এবং প্রমোদতরীতে সময় কাটাচ্ছেন তিনি। ছবির ক্যাপশনে ফারিণ লিখেছেন, “অ্যাড্রিয়াটিক সাগরে রোমাঞ্চকর যাত্রা।” এই পোস্ট প্রকাশের মাত্র আধাঘণ্টার মধ্যেই ১৫ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে, মন্তব্য করেছেন শতাধিক ভক্ত।

ভক্তরা কেউ প্রশংসায় ভাসিয়েছেন তাকে, কেউবা জানাচ্ছেন ভালোবাসা। কেউ লিখেছেন, “মাশাআল্লাহ, অসাধারণ লাগছে।”

তাসনিয়া ফারিণ ১৯৯৮ সালের ৩০ জানুয়ারি মেহেরপুরে জন্মগ্রহণ করেন। ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় যাত্রা শুরু করেন তিনি। এরপর ধীরে ধীরে ওটিটি এবং সিনেমাতেও নিজের জায়গা করে নেন।

এ পর্যন্ত তিনি তিনটি সিনেমায় অভিনয় করেছেন। টালিউডে ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে তার যাত্রা শুরু হয়। এরপর মুক্তি পায় ‘ফাতিমা’। আর সম্প্রতি ঈদে মুক্তি পেয়েছে ‘ইনসাফ’, যা পেয়েছে দারুণ দর্শকপ্রিয়তা।

তাসনিয়া ফারিণ তার ভক্তদের জন্য নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে আপডেট দিয়ে থাকেন। এবারের ইউরোপ ভ্রমণের ছবিগুলো যেন তার ভ্রমণপিপাসু সত্তার একটি অনন্য প্রকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button