রাজনীতি

তারেক রহমানের ঘোষণা: স্লোগাননির্ভর রাজনীতির যুগ শেষ, এখন লক্ষ্য কর্মসংস্থান

আন্তর্জাতিক যুব দিবসে বিএনপি নেতার প্রতিশ্রুতি—যুব ও তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং খেলাধুলার বিকাশে বিশেষ পরিকল্পনা

এবিএনএ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্লোগাননির্ভর রাজনীতির দিন শেষ হয়ে গেছে। এখন দেশের মানুষ বাস্তবসম্মত পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দু হবে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় তিনি বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার দিকনির্দেশনা দেন।

তারেক রহমান জানান, দেশের অধিকাংশ জনগণ কর্মক্ষম বয়সে রয়েছে। এই জনসংখ্যাকে উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তর করাই বিএনপির অন্যতম লক্ষ্য। এজন্য কারিগরি শিক্ষার প্রসার, প্রযুক্তিগত দক্ষতা অর্জন এবং খেলাধুলায় প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, “যুব সমাজকে দক্ষ করে তুলতে পারলেই তারা দেশের উন্নয়নে আশীর্বাদ হয়ে উঠবে।”

তিনি ‘নতুন কুড়ি’ পুনরায় চালুর ঘোষণা দিয়ে জানান, এবার এতে খেলাধুলার বিষয়ও যুক্ত থাকবে। ক্রীড়া শিক্ষাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও দেন তিনি, যাতে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা যায়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, সাংবাদিক মুক্তাদির রশীদ রুমি, শরীফুল ইসলাম খান এবং নাট্যনির্মাতা মাবরুর রশিদ বান্নাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button