বিনোদন

বলিউড তারকা শারমান জোশির সঙ্গে প্রথমবারের মতো বড় পর্দায় তানজিন তিশা

টালিউড সিনেমা ‘ভালোবাসার মরসুম’-এ তানজিন তিশা, বিপরীতে থাকছেন বলিউড অভিনেতা শারমান জোশি, আসছে ২০২৬ সালের ভালোবাসা দিবসে

এবিএনএ:  বাংলাদেশের ছোট পর্দার পরিচিত মুখ তানজিন তিশা এবার বড় পর্দায় পা রাখছেন, তবে সেটা ঢালিউডে নয়, সরাসরি টালিউডে। তিশাকে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা ‘থ্রি ইডিয়টস’-খ্যাত শারমান জোশির বিপরীতে। কলকাতার নির্মাতা এম এন রাজ পরিচালিত এই রোমান্টিক-ড্রামা সিনেমার নাম ‘ভালোবাসার মরসুম’।

পরিচালক নিজেই জানিয়েছেন, সিনেমাটির মূল চরিত্রে থাকছেন তানজিন তিশা, যাঁর চরিত্রের নাম ‘হিয়া’। বিপরীতে শারমান জোশি থাকবেন এক কলেজ অধ্যাপক ‘আবির’-এর চরিত্রে। সিনেমাটির গল্প আবর্তিত হবে হিয়া ও আবিরের মধ্যকার জটিল প্রেম ও সম্পর্ককে ঘিরে।

গত সপ্তাহে নির্মাতা এম এন রাজ ও কাস্টিং ডিরেক্টর শরিফ ঢাকায় এসে কয়েকজন অভিনেত্রীর সঙ্গে মিটিং করে শেষপর্যন্ত তানজিন তিশাকে চূড়ান্ত করেন। এছাড়া বাংলাদেশের আরেক অভিনেতা খাইরুল বাশারকেও যুক্ত করা হয়েছে এই প্রজেক্টে।

সিনেমার গল্প অনুযায়ী, হিয়া তাঁর শিক্ষক আবিরের প্রেমে পড়েন এবং একপর্যায়ে বিয়ে হয় তাঁদের। কিন্তু বিয়ের পর আবির হিয়াকে এড়িয়ে চলতে থাকেন। আবিরের অতীত জীবনের প্রেমিকা ‘পারমিতা’-এর ছায়া তাদের সম্পর্কের মাঝে পড়ে। এতে আবিরের প্রেমিকার চরিত্রে থাকছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়, এবং গল্পে নতুন মোড় আনবেন বাসারের চরিত্র।

শারমান জোশি বলেন, “বাংলা ভাষায় কাজ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত। সত্যজিৎ রায়ের বড় ভক্ত আমি। বাংলা চলচ্চিত্রে কাজ করাটা আমার জন্য সম্মানের বিষয়।”

তানজিন তিশা এখনও আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া না দিলেও, কলকাতার কাস্টিং ডিরেক্টর শরিফ জানান, ৩০ জুলাই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

অভিনেতা খাইরুল বাশার বলেন, “স্ক্রিপ্ট শুনেই বুঝেছিলাম এটা আমার জন্য পারফেক্ট অভিষেক। শারমান জোশির মতো গুণী অভিনেতার সঙ্গে কাজ করাটা বিশাল সুযোগ।”

পরিচালকের ভাষ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শুরুতে দার্জিলিংয়ে সিনেমার প্রথম ধাপের শুটিং শুরু হবে, চলবে টানা ২৩ দিন। এরপর দ্বিতীয় ধাপে অক্টোবর মাসে মুর্শিদাবাদে শুটিং হবে। সব কাজ শেষে ২০২৬ সালের ভালোবাসা দিবসে মুক্তি পাবে সিনেমাটি।

এই যৌথ প্রযোজনাটি পরিচালিত হচ্ছে মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, হিমানী ফিল্মস ও ফ্লোটিং ওয়াটার-এর ব্যানারে।

বাংলা ও বলিউডের দুই তারকা মুখ নিয়ে তৈরি এই সিনেমাটি দর্শকদের মাঝে ইতোমধ্যেই আগ্রহ তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button