আইন ও আদালত

দুর্নীতির তদন্তে সাবেক মন্ত্রী গাজীর কোটি টাকার সম্পদ ও শেয়ার অবরুদ্ধ

দুদকের আবেদনে আদালতের আদেশে গোলাম দস্তগীর গাজীর ১২ কোম্পানির শেয়ার, ৯টি ব্যাংক হিসাব ও তিনটি গাড়ি অবরুদ্ধ, বিদেশযাত্রাও নিষিদ্ধ

এবিএনএ:  সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তার বিপুল সম্পদ অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ প্রদান করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে দাখিল করা আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়। আবেদনে বলা হয়, গোলাম দস্তগীর গাজী ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ১২টি কোম্পানির শেয়ার, নয়টি ব্যাংক হিসাব এবং তিনটি বিলাসবহুল ল্যান্ড ক্রুজার গাড়ি অবরুদ্ধ করার প্রয়োজন রয়েছে।

দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তি অবৈধ উপায়ে অর্জিত সম্পদ লুকানোর কিংবা অন্যের নামে হস্তান্তরের চেষ্টা করছেন। তদন্ত চলমান অবস্থায় এসব সম্পদ স্থানান্তর বন্ধ করতে অবরুদ্ধের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

আদালত মোট ২৪ কোটি ৩১ লাখ ৭১ হাজার ২৩৬ টাকা মূল্যের সম্পদ অবরুদ্ধের আদেশ দেন। একইসঙ্গে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে বিদেশে যাত্রায়ও নিষেধাজ্ঞা জারি করা হয়, যাতে তিনি তদন্ত চলাকালে দেশ ত্যাগ করতে না পারেন।

দুদক সূত্রে জানা গেছে, চলমান তদন্তে আরও তথ্য উঠে আসতে পারে এবং প্রয়োজনে সম্পদের পরিমাণ ও অবরুদ্ধের পরিধি বাড়ানো হতে পারে।

এ ঘটনায় রাজনীতিসহ বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। জানা গেছে, গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে দুর্নীতির মামলার তদন্ত ধাপে ধাপে সম্প্রসারিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button