দাবানলে পুড়ছে ইসরায়েল, জেরুজালেম হুমকির মুখে


এবিএনএ: ইসরায়েলের জেরুজালেমের কাছে ভয়াবহ দাবানলে ছড়িয়ে পড়েছে আগুন। দাউ দাউ করে জ্বলছে বনভূমি, পালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
বুধবার জেরুজালেমের কাছাকাছি মহাসড়কে ঘন ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং হাসপাতালে স্থান সংকট দেখা দিয়েছে। এমনকি সেনাবাহিনী মোতায়েন করেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না।
ইসরায়েলি উদ্ধার সংস্থা এমডিএ জানায়, তারা ২৩ জনকে চিকিৎসা দিয়েছে, যার মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের মধ্যে দুজন গর্ভবতী নারী এবং দুটি শিশু রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, আবহাওয়া পূর্বাভাস থেকে দাবানলের আশঙ্কা থাকলেও বড় অগ্নিনির্বাপক বিমান যথেষ্ট প্রস্তুত ছিল না। মোদিইনের বাসিন্দা যুবাল আহারোনি বলেন, “জানতাম এমন কিছু ঘটতে পারে, কিন্তু প্রস্তুতির ঘাটতি ছিল।”
নেতানিয়াহু হুঁশিয়ার করে বলেন, পশ্চিমা বাতাস দাবানল জেরুজালেম শহরের দিকেও ঠেলে দিতে পারে। তিনি দ্রুত সব ধরনের দমকল বাহিনী মোতায়েনের আহ্বান জানান এবং জোর দেন যে এখন সর্বোচ্চ অগ্রাধিকার জেরুজালেমকে রক্ষা করা।
সূত্র: দ্য গার্ডিয়ান