

এবিএনএ : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি স্কুলে এক বন্দুকধারীর গুলির ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। হিউস্টন থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সান্তা ফি হাইস্কুলে এই হামলার ঘটনা ঘটে। হামলায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। স্কুল কর্তৃপক্ষ হামলার ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করেছে। ক্লাস শুরু হওয়ার পরই গুলি চালানো শুরু করে একজন বন্দুকধারী। হামলাকারী ওই স্কুলের ছাত্র কিনা এটি স্পষ্ট নয়। পুলিশ এখনো হামলায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেনি।