জাতীয়বাংলাদেশলিড নিউজ

এবছর জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন ১৯ জন

এবিএনএ : প্রশিক্ষিত যুবক ও নারীদের মধ্য থেকে আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে দৃষ্টান্তমূলক অবদান রাখার স্বীকৃতি দিচ্ছে সরকার। স্বীকৃতিস্বরূপ ১৪ জন সফল আত্মকর্মী ও পাঁচজন সফল যুব সংগঠকসহ মোট ১৯ জনকে এ বছর জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে। আজ রবিবার সকা‌লে যুব ও ক্রীড়া মন্ত্রণাল‌য়ে সংবাদ স‌ম্মেল‌ন করে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্র‌তিমন্ত্রী বী‌রেণ শিকদার।

জাতীয় যুব‌দিবস-২০১৬ উপল‌ক্ষে এ সংবাদ সম্মেলনের আ‌য়োজন করা হয়। আগা‌মী ১ নভেম্বর জাতীয় যুব‌ দিবস পা‌লিত হবে। সংবাদ সম্মেলনে উপ‌স্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আ‌রিফ খান জয়।

বীরেণ শিকদার ব‌লেন, আগা‌মী ১ ন‌ভেম্বর ওসমানী স্মৃ‌তি মিলনায়ত‌নে যুবদের হা‌তে এ পুরস্কার তু‌লে দে‌বেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। পুরস্কার হি‌সে‌বে প্র‌ত্যেক‌কে এক‌টি ক্রেস্ট দেওয়া হবে। এছাড়া যি‌নি প্রথম হ‌বেন তা‌কে ৫৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৪৫ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button