পুরোপুরি খলচরিত্রে ফিরছেন টাবু, বলিউড-দক্ষিণী মিলনমেলায় শুরু আলোচনার ঝড়
টাবু এবার বড় পর্দায় ধরা দেবেন নির্মম, জটিল ও তীক্ষ্ণ এক নেতিবাচক চরিত্রে। তাঁর বিপরীতে থাকছেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি


এবিএনএ: চলচ্চিত্রে চরিত্রাভিনয়ের ক্ষেত্রে বলিউডে যাঁর নাম সর্বাগ্রে উচ্চারিত হয়, তিনি টাবু। সংবেদনশীল অভিনয়, গভীর চরিত্র উপলব্ধি এবং রূপান্তরময় উপস্থিতির জন্য দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। এবার সেই টাবু ফিরছেন একেবারে নতুন এক ভয়ঙ্কর রূপে।
দক্ষিণী জনপ্রিয় নির্মাতা পুরি জগন্নাথের আসন্ন এক অ্যাকশন-ড্রামা সিনেমায় টাবু রূপ নিচ্ছেন একজন নির্মম, কঠোর ও জটিল খলনায়িকার চরিত্রে। এই ছবিতেই প্রথমবারের মতো তাঁকে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দক্ষ অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে। বিজয়ের অভিনয় দক্ষতা ও টাবুর অভিজ্ঞতা—এই দুই তারকার মুখোমুখি সংঘর্ষ নিয়েই সিনেমাপাড়ায় শুরু হয়েছে উত্তেজনা।
ছবিটির নাম এখনো ঘোষণা করা না হলেও জানা গেছে, গল্প গড়ে উঠেছে নৈতিক সংঘাত ও প্রতিশোধের মোড়কে। চিত্রনাট্য রচনার কাজ চলমান এবং শুটিং শুরু হতে পারে এ বছরের শেষ দিকে।
নির্মাতাদের দাবি, টাবুর বর্তমান চরিত্রটি তাঁর আগের নেতিবাচক চরিত্রগুলোর তুলনায় আরও বেশি গাঢ় ও মনস্তাত্ত্বিকভাবে গভীর। ‘মকবুল’, ‘হায়দার’ কিংবা ‘অন্ধাধুন’-এ ধূসর চরিত্রে তিনি যেভাবে দর্শকদের চমকে দিয়েছিলেন, এবারের ভূমিকা সেই সবকিছুকে ছাড়িয়ে যাবে বলেই আশা করা হচ্ছে।
চরিত্রে বাস্তবতা আনতে টাবু নিচ্ছেন মার্শাল আর্টসসহ নানা ধরনের ফিজিক্যাল ট্রেনিং। পাশাপাশি, চরিত্রের মনস্তাত্ত্বিক দিক বিশ্লেষণের জন্য বিশেষজ্ঞদের সহায়তাও নিচ্ছেন তিনি। নিজের চরিত্রে সম্পূর্ণরূপে ডুবে গিয়ে কাজ করছেন টাবু।
অন্যদিকে, তাঁর হাতে রয়েছে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির বহুল আলোচিত তৃতীয় ও শেষ কিস্তি—‘দৃশ্যম ৩’। সেখানে তাঁর চরিত্রে আরও বেশি দ্বন্দ্ব, ক্ষোভ ও সংকটের ছাপ থাকবে বলে জানাচ্ছেন নির্মাতারা।
টাবু মানেই নির্ভরতা, টাবু মানেই অভিনয়ে অন্যরকম মাত্রা। আর এবার যখন তিনি পুরোপুরি খলচরিত্রে, তখন সিনেমাপ্রেমীদের কৌতূহল নতুন উচ্চতায় পৌঁছেছে। শুধু অপেক্ষা, টাবুকে বড় পর্দায় ভিন্ন রূপে দেখার।