সিলেটে অপারেশনের ভয়ে হাসপাতালের ৯ তলা থেকে ঝাঁপ, যুবকের করুণ মৃত্যু
অপারেশনের আগে আতঙ্কে ৯ তলা থেকে ঝাঁপ দেন ফয়েজ আহমদ। আইসিইউতে ভর্তির পর রাতেই মারা যান তিনি। পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।


এবিএনএ: সিলেটে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। অপারেশনের ভয় থেকে হাসপাতালের ৯ তলা থেকে ঝাঁপ দিয়ে প্রাণ হারালেন ফয়েজ আহমদ (৩০) নামে এক যুবক। তিনি সিলেটের কানাইঘাট এলাকার বাসিন্দা ছিলেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, মূত্রথলি ও মূত্রনালীর সমস্যার কারণে ফয়েজ আহমদ সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সোমবার সকালে তার অস্ত্রোপচারের কথা ছিল। কিন্তু রবিবার গভীর রাতে আতঙ্কে তিনি হাসপাতালের ৯ তলার সিঁড়ির জানালা দিয়ে নিচে পড়ে যান।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে আইসিইউতে নেওয়া হয়। তবে রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, “অপারেশনের ভয়েই যুবকটি ঝাঁপ দিয়েছিলেন। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
স্থানীয়রা বলছেন, হাসপাতালে রোগীদের মানসিক ভীতি দূর করতে যথাযথ কাউন্সেলিংয়ের ব্যবস্থা থাকা জরুরি। এ ধরনের ট্র্যাজেডি এড়াতে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।