খেলাধুলা

ফটোফিনিশে সুমাইয়া, নাটকীয়তার পর জিতলেন দ্রুততম মানবীর মুকুট

জাতীয় অ্যাথলেটিকসে মেয়েদের ১০০ মিটার দৌড়ে শিরিনকে নয়, ফটোফিনিশে জয়ী ঘোষণা করা হলো সুমাইয়াকে, যিনি দ্বিতীয়বার পেলেন দ্রুততম মানবীর খেতাব

এবিএনএ:  জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে নির্ধারিত হলো দেশের দ্রুততম মানবী। প্রথমে শিরিনকে বিজয়ী ঘোষণা করা হলেও ফটোফিনিশ প্রযুক্তি বিশ্লেষণে জয়ী হিসেবে উঠে আসে সুমাইয়া দেওয়ানের নাম। শেষ পর্যন্ত আয়োজক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাকে দ্রুততম মানবী ঘোষণা করে।

মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে ১২.১৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন সুমাইয়া। অল্প ব্যবধানে ১২.২১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন শিরিন, আর ১২.৪১ সেকেন্ডে তৃতীয় হয়েছেন শরিফা খাতুন। তিনজনই বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট।

শিরিন অবশ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান অ্যাথলেটিকস ফেডারেশনের কাছে। তবে আয়োজকদের মতে, ফটোফিনিশের ফলাফলই ছিল চূড়ান্ত।

এ নিয়ে দ্বিতীয়বার দ্রুততম মানবীর মুকুট পরলেন সুমাইয়া। ২০২২ সালের জাতীয় অ্যাথলেটিকসে তিনি ১২.৩২ সেকেন্ডে একই খেতাব জিতেছিলেন, তখন তিনি বিকেএসপির ছাত্রী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button