এবার আর হুট করে কিছু নয়: রাজনীতিতে ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী
রাজনীতি নিয়ে ধীরে চলার নীতি গ্রহণ করছেন শ্রাবন্তী, জানালেন আগে যেমন সিদ্ধান্ত নিয়েছিলেন, এবার তেমন কিছু করবেন না


এবিএনএ: টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় একসময় হুট করেই রাজনৈতিক জগতে প্রবেশ করেছিলেন। ২০২১ সালের ১১ নভেম্বর বিজেপি ছেড়ে দিয়ে কিছুদিনের মধ্যেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তারপর থেকেই রাজনীতির মঞ্চে তার সক্রিয়তা নিয়ে নানা জল্পনা চলছিল। এবার সেই সব জল্পনার জবাব দিলেন তিনি নিজেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তীকে প্রশ্ন করা হয়, যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী হিসেবে মনোনীত করেন, তাহলে তিনি কি নির্বাচন করবেন? উত্তরে তিনি বলেন, ‘এখনই কিছু বলা সম্ভব নয়। দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব। আমি রাজনীতিতে নতুন। আগে নিজেকে তৈরি করব, তারপর সিদ্ধান্ত নেব। হুট করে কিছু করব না।’
রাজনৈতিক জীবনে তার আগের অভিজ্ঞতা প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, শুধু পরাজয়ের কারণেই তিনি বিজেপি ছেড়ে দেননি। বরং, অভিজ্ঞতাটি খুব একটা সুখকর না হওয়ায় তিনি নিজেই সরে এসেছেন।
‘আগে হুট করে সিদ্ধান্ত নিয়েছিলাম, এবার তা করব না,’ বলেন শ্রাবন্তী। তিনি আরও যোগ করেন, ‘বেহালা পশ্চিমে দাঁড়িয়েছিলাম কারণ ওটাই আমার এলাকা, আমি সেখানেই ভোট দিই। আবেগ কাজ করেছিল। কিন্তু মানুষ যাকে যোগ্য মনে করেছেন তাকেই বেছে নিয়েছেন, এতে আমার কোনো দুঃখ নেই। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’
রাজনীতি করলেও শ্রাবন্তী কিন্তু অভিনয় থেকে নিজেকে দূরে রাখেননি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘রবীন্দ্র কাব্যরহস্য’, যেখানে তার বিপরীতে ছিলেন ঋত্বিক চক্রবর্তী এবং পরিচালনায় ছিলেন সায়ন্তন ঘোষাল।
চলতি বছর মুক্তি পেতে যাচ্ছে আরও একটি বড় বাজেটের ছবি ‘দেবী চৌধুরাণী’, যেখানে শ্রাবন্তীর বিপরীতে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
শ্রাবন্তী যে ধীরে ধীরে রাজনীতিতে অভিজ্ঞতা অর্জন করতে চান এবং ভবিষ্যতের সিদ্ধান্তে আরও সচেতন হতে চান—তা স্পষ্ট তার সাম্প্রতিক বক্তব্যে।