এশিয়া কাপে খেলছেন না, তবু প্রচারণায় সবচেয়ে বড় তারকা সাকিব!
আন্তর্জাতিক ক্রিকেটে নিষ্ক্রিয়, দেশে ফেরেননি দীর্ঘদিন—তবুও এশিয়া কাপ প্রোমোতে সবচেয়ে আলোচিত মুখ সাকিব আল হাসান


এবিএনএ: দীর্ঘদিন ধরে মাঠের বাইরে, জাতীয় দলেও নেই, এমনকি দেশে ফেরাও হয়নি বহুদিন—তবুও এশিয়া কাপ ২০২৫ এর প্রোমোতে সবচেয়ে বড় তারকা হিসেবে তুলে ধরা হয়েছে সাকিব আল হাসানকে!
সনি লিভ সম্প্রতি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ৩০ সেকেন্ডের একটি প্রোমো প্রকাশ করেছে। সেখানে সাকিবের ব্যাটিংয়ের প্রস্তুতির একটি দৃশ্য দেখানো হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রোমোতে ভারতের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব, শুভমান গিল, জাসপ্রিত বুমরাহ এবং আফগানিস্তানের রশিদ খানও আছেন। তবে সাকিবকেই প্রোমোর সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে তুলে ধরা হয়েছে।
অবশ্য খেলার মাঠে সাকিবকে দেখা যাবে না। টি-টোয়েন্টি ফরম্যাট থেকে আগেই অবসর নিয়েছেন তিনি, আর চলতি বছর সেপ্টেম্বরের এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে, সেই ফরম্যাটেই।
শুধু খেলার দিক থেকেই নয়, রাজনৈতিক প্রেক্ষাপটেও আলোচনায় রয়েছেন সাকিব। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক উত্তেজনার সময় দেশ ছেড়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর সেই সময় থেকে পালিয়ে আছেন সাকিবও। আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে তার নাম উঠে আসায় তার বিরুদ্ধে মামলা হয়। গ্রেফতার আতঙ্কে তিনি এখনো দেশে ফেরেননি। ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকেও দূরে রয়েছেন তিনি।
এশিয়া কাপ ২০২৫ শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে। আটটি দল অংশ নিচ্ছে এবারের আসরে—ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর ১৩ সেপ্টেম্বর লড়বে শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং ১৬ তারিখ গ্রুপ পর্বে শেষ ম্যাচটি খেলবে আফগানিস্তানের সঙ্গে।
সাকিব মাঠে না থাকলেও তার প্রভাব যে ক্রিকেটবিশ্বে এখনো অমলিন, তা প্রমাণ হয়ে গেল একটি মাত্র প্রোমোতেই।