টানা চার দিনের ছুটি: শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিতে স্বস্তি সরকারি কর্মচারীদের
১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা


এবিএনএ: সরকারি চাকরিজীবীদের জন্য আসছে টানা চার দিনের ছুটির সুখবর। শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটি একসঙ্গে মিলিয়ে ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ছুটি ভোগ করবেন তারা।
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং ২ অক্টোবর (বৃহস্পতিবার) দুর্গাপূজার সাধারণ ছুটি থাকবে। এরপর ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে সরকারি কর্মচারীরা একটানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
সাধারণত ঈদে সরকারি চাকরিজীবীরা তিন দিনের এবং দুর্গাপূজায় এক দিনের ছুটি পেয়ে থাকেন। তবে কিছু বছরে নির্বাহী আদেশে তা বাড়ানো হয়। এবারও দুর্গাপূজায় ছুটি বাড়িয়ে টানা চার দিন করার ফলে কর্মচারীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
২০২৫ সালে দুই ঈদ মিলিয়ে মোট ১১ দিনের ছুটি এবং দুর্গাপূজায় দুই দিনের ছুটি অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। গত বছরের ১৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এ তালিকা চূড়ান্ত করে।
এবারের দুর্গাপূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মচারীদের জন্য এটি হয়ে উঠছে বছরের অন্যতম দীর্ঘ ছুটির একটি।