খেলাধুলা

গ্যারি সোবার্স ও গাভাস্কারকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন শুভমন গিল

ইংল্যান্ড সফরে ভারতীয় অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে গাভাস্কার-সোবার্স-কোহলিকে ছাপিয়ে গিল উঠে এলেন নতুন উচ্চতায়

এবিএনএ:  ইংল্যান্ড সফরে ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে প্রথমবার খেলতে নেমেই ব্যাট হাতে দারুণ কীর্তি গড়লেন শুভমন গিল। ভেঙে দিলেন দু’জন কিংবদন্তি ক্রিকেটারের বহু পুরনো রেকর্ড—প্রথমে গ্যারি সোবার্সের ৫৯ বছরের পুরনো মাইলফলক, এরপর সুনীল গাভাস্কারের ৪৬ বছরের ইতিহাস।

সফরের পঞ্চম ও শেষ টেস্ট শুরু হওয়ার আগেই গিলের সংগ্রহ ছিল ৭২২ রান, যা ১৯৬৬ সালে ক্যারিবীয় গ্রেট গ্যারি সোবার্সের সমান ছিল। ওভালে ব্যাট করতে নেমে মাত্র ১ রান করেই গিল ভেঙে দেন সোবার্সের রেকর্ডটি।

এই রানে গিল উঠে আসেন ভারতের একক সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে। ১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ সফরে ৭৩২ রান করেছিলেন সুনীল গাভাস্কার। গিল তার রেকর্ড ছাড়িয়ে যান ওভাল টেস্টে ১৫ রান করার পথে।

শুধু গাভাস্কারই নন, কোহলির একাধিক রেকর্ডও এবার নিজের করে নিয়েছেন গিল। ২০১৮ সালে ইংল্যান্ডে ৫৯৩, একই বছর শ্রীলঙ্কার বিপক্ষে ৬১০ এবং ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৬৫৫ রান করেছিলেন কোহলি। এবার সেই সব রেকর্ড অতিক্রম করে গিল জায়গা করে নিয়েছেন এক নতুন মাত্রায়।

তবে এক সিরিজে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড এখনও দূরের পথে। অস্ট্রেলিয়ার ব্যাটিং কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যান ১৯৩০ সালে ইংল্যান্ড সফরে ৯৭৪ রান করে গড়েছিলেন সেই অবিস্মরণীয় রেকর্ড। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংলিশ ব্যাটার হ্যামমন্ড, যিনি ১৯২৮-২৯ অ্যাশেজে করেছিলেন ৯০৫ রান। এখনও পর্যন্ত মাত্র সাতজন ব্যাটারই এক সিরিজে ৮০০ রানের গণ্ডি পার করতে পেরেছেন।

শুভমন গিল এবার সেই তালিকাতেও ঢুকবেন কি না, তা সময়ই বলবে। তবে গাভাস্কার ও সোবার্সকে টপকে যাওয়া নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটে এক নতুন ইতিহাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button