বাংলাদেশ
শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, সেই সঙ্গে সাগরে নিম্নচাপ—কী বলছে আবহাওয়া অফিস?
দেশের ৪৪ জেলায় শীতের দাপটের মধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি, আপাতত কোনো সতর্কসংকেত নেই।


এবিএনএ: দেশের বিভিন্ন অঞ্চলে চলমান শৈত্যপ্রবাহের মধ্যেই সাগরে নিম্নচাপ সৃষ্টির তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে দেশের ৪৪টি জেলার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র শীতপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থানরত একটি সুস্পষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপটি আগামী দিনে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে পারে। তবে এই মুহূর্তে দেশের কোনো সমুদ্রবন্দর বা উপকূলীয় এলাকার জন্য সতর্কসংকেত জারি করা হয়নি।
আবহাওয়াবিদরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজন হলে পরবর্তী সময়ে সতর্কবার্তা দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




