বিনোদন

প্রিন্স রূপে ফিরছেন শাকিব খান, ঢাকাই সিনেমায় শুরু নতুন অধ্যায়

ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে শাকিব খানের বহুল প্রতীক্ষিত ছবি প্রিন্স, পোস্টার প্রকাশের পরই সামাজিকমাধ্যমে ঝড়

এবিএনএ:  আবারও ভক্তদের জন্য নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন ঢালিউড কিং শাকিব খান। বহুল প্রতীক্ষিত তারকা-অভিনীত সিনেমা প্রিন্স আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সিনেমাটির প্রথম পোস্টার শেয়ার করেন শাকিব খান। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে।

পোস্টারে দেখা যাচ্ছে—ঢাকার ব্যাকড্রপে বন্দুক হাতে একদল মানুষ দাঁড়িয়ে আছে। আর তাদের মাঝে দুহাতে পিস্তল উঁচিয়ে দাঁড়িয়ে আছেন মূল চরিত্র। পোস্টারের ট্যাগলাইন— Once Upon a Time in Dhaka। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন ঘোষণাও—“শহর চিনবে তার আসল নায়ককে।”

ছবিটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। এটি হতে যাচ্ছে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তিনি শতাধিক নাটক ও ডকু-ফিল্ম নির্মাণ করেছেন।

ঘোষণা অনুযায়ী, সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল ফিতরে। এ কারণে ঢালিউডে শাকিব ভক্তদের মধ্যে ইতিমধ্যেই বাড়ছে আগ্রহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button