বিনোদন

শোকাবহ দিনে বঙ্গবন্ধুকে নিয়ে আবেগঘন বার্তা শাকিব খানের

১৫ আগস্টের স্মরণে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানালেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান

এবিএনএ:  আজ ১৫ আগস্ট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় তাঁকে। বহু বছর ধরে দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হলেও গত বছর থেকে সরকারি ছুটি বাতিল করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, এদিনকে ঘিরে কোনো ব্যক্তি বা সংগঠন কর্মসূচি পালন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যদিও সামাজিক মাধ্যমে সাধারণ মানুষ ও বিভিন্ন পেশার মানুষ নানা উপায়ে শোক প্রকাশ করছেন—ছবি, লেখা ও স্মৃতিচারণের মাধ্যমে। বিনোদন জগতের শিল্পীরাও সেই শোকের অংশীদার।

ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানও এদিন বঙ্গবন্ধুর প্রতি তাঁর শ্রদ্ধা জানাতে ভুলেননি। শুক্রবার নিজের ফেসবুক পেজে বঙ্গবন্ধুর ছবি পোস্ট করে তিনি লেখেন— “শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।”

রাজনৈতিক ব্যানারে সরাসরি যুক্ত না থাকা সত্ত্বেও শাকিব খান ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধুর প্রতি তাঁর গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন এবং চলতি মাসেই তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button