বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখ-রানির বন্ধুত্বে মুগ্ধ ভক্তরা

সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার পেলেন শাহরুখ খান ও রানি মুখার্জি, মঞ্চে ফুটে উঠল অনস্ক্রিন জুটির অফস্ক্রিন বন্ধুত্ব

এবিএনএ: লিউড কিং শাহরুখ খান ও জনপ্রিয় নায়িকা রানি মুখার্জির বন্ধুত্ব আবারও আলোচনায়। ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই তারকা জুটিকে ঘিরে তৈরি হয়েছে উচ্ছ্বাস।

মঙ্গলবার আয়োজিত এ অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরস্কার জেতেন শাহরুখ খান তার ব্লকবাস্টার সিনেমা জওয়ান-এর জন্য। আর মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে-তে অসাধারণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার পান রানি মুখার্জি।

পুরস্কার নিতে গিয়েও পাশাপাশি বসেন শাহরুখ-রানি। মঞ্চে ও আসরে একে অপরকে সহযোগিতা করার কয়েকটি মুহূর্ত দ্রুত ভাইরাল হয়ে যায়। এক ভিডিওতে দেখা যায়, মেডেলের ফিতে নিয়ে বিব্রত শাহরুখকে সাহায্য করছেন রানি। নিজের ফোনের ক্যামেরা চালু করে তিনি দেখিয়ে দেন, মেডেলটি সঠিকভাবে বসেছে কি না।

অন্য এক ভিডিওতে দেখা যায়, রানি দাঁড়ানোর সময় তার শাড়ির আঁচল আটকে যায়। তখন শাহরুখ এগিয়ে এসে সেটি ছাড়িয়ে দেন। এমনকি একটি ছবিতে শাহরুখকে রানির গালে স্নেহের চুম্বন দিতেও দেখা যায়।

এসব দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের হৃদয় ছুঁয়েছে। একজন লিখেছেন, “ভদ্রলোক নামের প্রকৃত সংজ্ঞা যদি কারও মধ্যে খুঁজে পাওয়া যায়, তবে তিনি শাহরুখ খান।” আরেকজনের মন্তব্য, “নারীদের প্রতি শাহরুখের সম্মানই তাকে সত্যিকারের পুরুষ করে তোলে।”

শুধু ভক্তরাই নয়, শাহরুখের স্ত্রী গৌরী খানও ইনস্টাগ্রামে স্বামী ও রানির ছবি শেয়ার করে প্রশংসা করেছেন।

অনস্ক্রিনে বহুবার একসঙ্গে দর্শকদের মাতানো এই জুটি বাস্তবেও যে গভীর বন্ধুত্ব ভাগাভাগি করেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে তা আরও একবার প্রমাণ হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button