শাহবাগ মোড় অবরোধে থমকে গেল ঢাকা, এনসিপির প্রতিবাদে যান চলাচল সম্পূর্ণ বন্ধ
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে এনসিপি নেতাকর্মীদের বিক্ষোভ, যান চলাচলে চরম দুর্ভোগ


এবিএনএ: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন দলের নেতাকর্মীরা। এর ফলে বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার পর থেকে শাহবাগ এলাকায় সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় চরম যানজট।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে এনসিপির নেতাকর্মীরা হঠাৎ শাহবাগ মোড়ে এসে জড়ো হন এবং স্লোগান দিতে থাকেন। তারা প্রধান সড়ক অবরোধ করে অবস্থান নেন, এতে বন্ধ হয়ে যায় শাহবাগ-মতিঝিল, শাহবাগ-ধানমন্ডি, শাহবাগ-নিউমার্কেটসহ গুরুত্বপূর্ণ সড়কের যান চলাচল।
বিক্ষোভকারীরা জানান, গোপালগঞ্জে শান্তিপূর্ণ লং মার্চ ও সমাবেশ শেষে ফেরার পথে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এতে গাড়িগুলোর ক্ষতি হয় এবং নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। হামলার জন্য আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে দায়ী করেছে এনসিপি।
স্থানীয় সাংবাদিকদের তথ্যমতে, গোপালগঞ্জ শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকায় এনসিপি নেতাদের গাড়িবহর অতিক্রম করার সময় তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
অবস্থা নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, পুলিশ ও অতিরিক্ত ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শাহবাগে অবস্থানরত এনসিপি নেতারা জানিয়েছেন, হামলার বিচার না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।
এই ঘটনায় রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিয়েছে এবং সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সহিংসতা রোধে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।