সাতক্ষীরার সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা, বিজিবির নজরদারি ও টহল জোরদার
বর্ডার গার্ড বাংলাদেশের ৩৩ ব্যাটালিয়ন সীমান্তজুড়ে তৎপরতা বাড়িয়েছে, নজরদারির পাশাপাশি জনবলও বৃদ্ধি

এবিএনএ: ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাতের জেরে সাতক্ষীরা জেলার ১৩৮ কিলোমিটারজুড়ে বিস্তৃত সীমান্তে নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি আরোপ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ৩৩ ব্যাটালিয়ন কর্তৃক সীমান্তবর্তী এলাকাগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েনসহ গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
বিশেষ করে তলুইগাছা, কুশখালী, ভোমরা, লক্ষীদাঁড়ি, খানজিয়া, ঘোনা, গাজীপুর, পদ্মাশাঁখরা, কোমরপুর, বসন্তপুর, দেবহাটা ও ভাদিয়ালী কাকডাঙ্গা এলাকায় বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সতর্কতা জারি করেছে বিজিবি। সীমান্ত এলাকায় ঘন ঘন টহল বৃদ্ধি করা হয়েছে, যাতে অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করা যায়।
বিজিবির সাতক্ষীরা সদর দফতরের উপ-অধিনায়ক জানান, ভারত-পাকিস্তান উত্তেজনা আশেপাশের অঞ্চলে প্রভাব ফেলতে পারে—এই আশঙ্কা থেকে সীমান্তে আমাদের অবস্থান আরও মজবুত করা হয়েছে। গোয়েন্দা সংস্থার সহযোগিতায় সীমান্ত পরিস্থিতি বিশ্লেষণ করে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি প্রস্তুত রয়েছে।
Share this content: