বাংলাদেশ

বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা অস্বীকারের পর বিএনপি নেতার মানহানির অভিযোগে আদালতের নির্দেশে সিআইডি তদন্ত শুরু

এবিএনএ:  গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার দুপুরে এই মামলা করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।

অভিযোগে বলা হয়, সম্প্রতি সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় প্রকৃত তথ্য যাচাই না করেই সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালান, যা দলের সুনাম ক্ষুণ্ণ করেছে। তানভীর সিরাজের দাবি, তদন্তে ইতোমধ্যে প্রমাণিত হয়েছে যে হত্যাকাণ্ডের সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। জিএমপি কমিশনারও এই তথ্য নিশ্চিত করেছেন।

তানভীর সিরাজ জানান, সাংবাদিক তুহিনকে একটি অপরাধী চক্র ভিডিও ধারণ করার জেরে হত্যা করে। অথচ এই ঘটনাকে রাজনৈতিক রূপ দিতে সারজিস আলমের বক্তব্য দলীয় ভাবমূর্তি নষ্ট করেছে। দলের সিদ্ধান্ত অনুযায়ীই তিনি মামলা দায়ের করেছেন এবং ক্ষতিপূরণ দাবি করেছেন।

গাজীপুর কোর্ট ইন্সপেক্টর আহসান উল্লাহ চৌধুরী জানান, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button