“শাপলা নিষিদ্ধ হলে ধানের শীষও অবৈধ”— নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ সারজিস আলমের!
জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলম বললেন, শাপলা প্রতীক না হলে ধানের শীষ, পাটপাতা, তারা— কোনওটিই বৈধ প্রতীক হিসেবে থাকতে পারে না


এবিএনএ: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নির্বাচন কমিশনের প্রতীক সংক্রান্ত সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, যদি শাপলা প্রতীক হিসেবে অনুমোদন না পায়, তবে ধানের শীষ প্রতীককেও অবৈধ ঘোষণা করতে হবে।
বুধবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে সারজিস আলম বলেন, “শাপলা জাতীয় প্রতীক নয়, বরং জাতীয় প্রতীকের অংশ। একইভাবে ধানের শীষ, পাটপাতা কিংবা তারা—এসবও জাতীয় প্রতীকের অংশ। যদি একটিকে রাজনৈতিক প্রতীক হিসেবে বাতিল করা হয়, তাহলে অন্যগুলোকে বৈধ রাখা যায় না।”
তিনি আরও বলেন, “জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে কোনো আইনগত বাধা নেই। কারণ, জাতীয় ফল কাঁঠাল ইতোমধ্যেই একটি মার্কা হিসেবে ব্যবহৃত হচ্ছে। যদি মার্কা দেখেই ভয় পান, তাহলে সেটা আগেই বলে দিন!”
এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে দলের নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছিল, যেখানে সম্ভাব্য প্রতীক হিসেবে শাপলা ছাড়াও আরও দুটি প্রতীকের নাম প্রস্তাব করা হয়। কিন্তু নির্বাচন কমিশন নীতিগতভাবে শাপলাকে তপশিলভুক্ত না করার সিদ্ধান্ত নেয়, যার ফলে এটি প্রতীক হিসেবে অনুমোদিত নয়।
সারজিস আলমের বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যমে তাঁর পোস্ট ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে যেসব দল দীর্ঘদিন ধরে জাতীয় প্রতীকের অংশবিশেষকে প্রতীক হিসেবে ব্যবহার করে আসছে।