মেঘনা নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ, পরিবারে শোকের ছায়া
নিখোঁজের একদিন পর মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ


এবিএনএ: নিখোঁজের একদিন পর মেঘনা নদী থেকে উদ্ধার করা হলো প্রবীণ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের (৭১) মরদেহ। শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়ার কলাগাছিয়া এলাকার চর বলাকিয়ায় ভাসমান অবস্থায় তার দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে নৌ–পুলিশ মরদেহ উদ্ধার করে।
রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম সংবাদমাধ্যমকে জানান, বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছেন। কীভাবে তিনি সেখানে গেলেন ও মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
নারায়ণগঞ্জ নৌ–পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি একদিন আগে মারা গেছেন। দেহে আঘাতের কোনো চিহ্ন নেই, তবে কিছুটা বিকৃত হতে শুরু করেছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
বৃহস্পতিবার সকালে তিনি বাসা থেকে অফিস যাওয়ার উদ্দেশ্যে বের হলেও কর্মস্থলে যাননি। মোবাইল ফোনটিও বাসায় রেখে গিয়েছিলেন। এ ঘটনায় রমনা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল।
আজকের পত্রিকা সূত্রে জানা যায়, ১৬ আগস্ট থেকে সাত দিনের ছুটিতে ছিলেন বিভুরঞ্জন সরকার। নিখোঁজের পর থেকে পরিবার ও সহকর্মীরা গভীর উৎকণ্ঠায় ছিলেন।
তার ভাই চিররঞ্জন সরকার বৃহস্পতিবার রাতে ফেসবুকে লিখেছিলেন, “আমার দাদা প্রতিদিনের মতো আজও অফিসে যাবেন বলে বের হন। কিন্তু কোথাও যাননি, কেউ তাকে দেখেনি, রাতেও বাসায় ফেরেননি।”
এই ঘটনার পর সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া।