বিনোদন

আমির-সালমান-অক্ষয়কে ছাড়িয়ে ২০২৫ সালের দ্বিতীয় স্থানে ‘সাইয়ারা’, আসছে ওটিটিতে

বক্স অফিসে রেকর্ড গড়ে ‘সাইয়ারা’ দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি, ১২ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ব্লকবাস্টার

এবিএনএ:  বলিউডে ২০২৫ সালের অন্যতম বড় চমক হয়ে এসেছে মোহিত সুরির পরিচালিত ‘সাইয়ারা’। আহান পান্ডে ও অনিত পাড্ডার প্রথম ছবি হলেও মুক্তির পরই এটি বক্স অফিসে তোলপাড় সৃষ্টি করেছে। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এই জুটি বি-টাউনের নতুন তারকা হিসেবে জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে।

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, ‘সাইয়ারা’ বিশ্বব্যাপী আয় করেছে ৫৪১.১৩ কোটি রুপি, যার মধ্যে ভারতের অভ্যন্তরীণ আয় ৩১৯.৭১ কোটি রুপি। এর ফলে এটি ২০২৫ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে স্থান পেয়েছে। এ পথে ছবিটি পেছনে ফেলেছে আমির খানের ‘সিতারে জামিন পর’, অজয় দেবগনের ‘রেইড ২’, সালমান খানের ‘সিকান্দার’ এবং অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’-এর মতো বহু আলোচিত সিনেমা।

গভীর আবেগময় গল্প ও সংবেদনশীল দৃশ্যের জন্য বিশেষ করে তরুণ দর্শকদের মনে জায়গা করে নিয়েছে ‘সাইয়ারা’। সিনেমা হলে প্রদর্শনের সময় দর্শকদের আবেগাপ্লুত হয়ে পড়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে প্রমাণ করেছে এর গল্পের শক্তি।

বক্স অফিসে সাফল্যের পর এবার আসছে ডিজিটাল প্ল্যাটফর্মে। যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মা ইনস্টাগ্রামে ঘোষণা দিয়েছেন, ১২ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে ‘সাইয়ারা’র। আহান ও অনিতের পোস্টারসহ মুক্তির তারিখ প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button