অনুমতি ছাড়াই বিজ্ঞাপনে ছবি ব্যবহার, ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী প্রভা
ট্রাভেল ট্রাকারসের বিরুদ্ধে অভিযোগ তুললেন সাদিয়া জাহান প্রভা, অনৈতিক ব্যবহারের তীব্র সমালোচনা


এবিএনএ: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তার ছবি ও ভিডিও অনুমতি ছাড়াই বিজ্ঞাপনে ব্যবহার করার ঘটনায়। মঙ্গলবার বিকেলে ভিডিওবার্তায় তিনি অভিযোগ করেন, একটি ভ্রমণ এজেন্সি ‘ট্রাভেল ট্রাকারস’ তার ব্যক্তিগত ভ্রমণের ছবি ও ভিডিও অনুমতি ছাড়াই বিজ্ঞাপনে প্রচার করছে।
প্রভা স্পষ্টভাবে জানান, ওই প্রতিষ্ঠানের সঙ্গে তার কোনো ধরনের চুক্তি বা সম্পর্ক নেই। তিনি বলেন, “ট্রাভেল ট্রাকারসের কোনো সেবা আমি গ্রহণ করিনি। আমি যখন ভ্রমণে যাই, নিজের অর্থ খরচ করেই যাই। তারপরও তারা আমার ছবি-ভিডিও ব্যবহার করে তাদের ব্র্যান্ডিং করছে। এটা অনৈতিক এবং মেনে নেওয়া যায় না।”
এছাড়া তিনি কড়া সতর্কবার্তাও দেন, “আমার অনুমতি ছাড়া কেন আপনারা আমার ছবি ব্যবহার করছেন? আমি তো কখনো অনুমতি দিইনি। এটা করবেন না, সাবধান হোন।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ট্রাভেল ট্রাকারসের এক কর্মকর্তা কবির ইসলাম বলেন, তিনি বিষয়টি জানেন না এবং এটি তাদের সোশ্যাল মিডিয়া টিম দেখছে। তবে পরে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন প্রভা। জনপ্রিয় এ অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি মেকআপ আর্টিস্ট হিসেবেও সুনাম অর্জন করেছেন। তিনি নিউইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।