আন্তর্জাতিক

ইউক্রেনের সরকারি ভবনে রাশিয়ার নজিরবিহীন হামলা, নিহত নবজাতকসহ দুইজন

কিয়েভে প্রথমবারের মতো সরকারি ভবনে হামলা, রাতভর ৮০০’র বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া

এবিএনএ: ইউক্রেনের ইতিহাসে প্রথমবারের মতো রাজধানী কিয়েভের প্রধান সরকারি ভবনে সরাসরি হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় শহরের আকাশ ধোঁয়ায় ছেয়ে যায় এবং একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, এক রাতেই রাশিয়া অন্তত ৮০৫টি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে ৭৫১টি ড্রোন ভূপাতিত করা সম্ভব হলেও বাকি অংশ লক্ষ্যভেদ করে। হামলায় কিয়েভের বিভিন্ন আবাসিক ভবন আংশিকভাবে ধ্বংস হয়। এতে এক নবজাতকসহ দুইজন নিহত এবং অন্তত ২০ জন আহত হন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য দাবি করেছে, ইউক্রেন থেকে ছোঁড়া ৬৯টি ড্রোন তারা ভূপাতিত করেছে। এর মধ্যে ক্রাসনোদার ক্রাই অঞ্চলে ২১টি, ভোরোনেজে ১৩টি এবং বেলগোরোদ অঞ্চলে ১০টি ড্রোন ভূপাতিত হয়েছে বলে জানানো হয়।

এই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, “৮০০’র বেশি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র দিয়ে আমাদের দেশকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এখন সময় এসেছে প্যারিস চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের।” তিনি মিত্র দেশগুলোকে ইউক্রেনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কারণে কিয়েভে এমন হামলা সচরাচর ঘটে না। তবে এবার হামলার মাত্রা ছিল ভয়াবহ।

এদিকে জেলেনস্কির জন্মস্থান ক্রিভি রিহ শহরের তিনটি অবকাঠামোতেও আঘাত হানে রাশিয়া। যুদ্ধবিরতির পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা শক্তিকে ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী না পাঠানোর সতর্কবার্তা দেওয়ার পরপরই এ হামলা চালানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button