

এবিএনএ: আরপিওতে ইভিএম সংযোজন নিয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে কমিশন সভা শুরু হয়। বৈঠকে কমিশনার মাহবুব তালুকদারসহ অন্যান্য কমিশনার এবং কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ অংশ নেন। বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ইভিএমের বিরোধিতা করে নোট অব ডিসেন্ট দিয়ে কমিশন সভা বর্জন করেন। বিকাল ৩টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি।