জাতীয়

রাজধানীতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরকে গুলি করে হত্যা

বসুন্ধরা মার্কেটসংলগ্ন তেজতুরি বাজার এলাকায় রাতে গোলাগুলির ঘটনায় একজন নিহত, আরও একজন গুরুতর আহত।

এবিএনএ: রাজধানীতে আবারও রক্তক্ষয়ী সহিংসতার ঘটনা ঘটেছে। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। একই ঘটনায় আনোয়ার হোসেন নামের অপর এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাতের দিকে রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ গোলাগুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ দুইজনকে দ্রুত উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button