লাইফ স্টাইল

বৃষ্টির দিনে শিশুকে ঘরেই ব্যস্ত ও আনন্দে রাখবেন যেভাবে

বৃষ্টির দিনে ঘরে বন্দি শিশুর জন্য টিভি-মোবাইল নয়, দিনটা হোক খেলাধুলা, সৃজনশীলতা ও গল্পে ভরা

এবিএনএ:  বর্ষাকাল মানেই কখনো হালকা রোদ, কখনো টানা বৃষ্টি। দিনভর আকাশ মেঘলা থাকলে শিশুদের ঘরেই কাটাতে হয় সময়। কিন্তু টানা ঘরে থেকে শিশু যেমন একঘেয়ে হয়ে পড়ে, তেমনি তারা মোবাইল বা টিভির দিকেই বেশি ঝুঁকে পড়ে। তাই বৃষ্টির দিনে শিশুদের ঘরোয়া পরিবেশেই আনন্দে রাখতে চাই সৃজনশীল কিছু পরিকল্পনা। নিচে রইল কিছু কার্যকরী ও মজার উপায়—

🎲 বোর্ড গেমস

শিশুদের মানসিক বিকাশে বোর্ড গেম খুবই কার্যকর। বাজারে বিভিন্ন বয়স উপযোগী বোর্ড গেমস পাওয়া যায়। যেমন—লুডো, সাপ-সিঁড়ি, চেস, শব্দ খোঁজার গেম ইত্যাদি। এগুলো শিশুরা পরিবারসহ খেলতে পারলে তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়াও বাড়ে।

🎨 আর্ট অ্যান্ড ক্রাফট

শিশুর সৃজনশীলতাকে জাগিয়ে তুলতে আঁকা, রং করা, কাগজ কাটাকাটি বা ক্লে দিয়ে জিনিস বানানো অসাধারণ উপায়। তাকে আঁকার খাতা, পেন্সিল, রঙিন কাগজ বা বিভিন্ন ক্রাফটিং উপকরণ দিন। নিজে নিজে কিছু বানাতে উৎসাহ দিন।

🍳 রান্নাবান্নায় অংশগ্রহণ

রান্না করা অনেক শিশুর কাছেই একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে পারে। সহজ কিছু কাজ যেমন—মশলা এগিয়ে দেওয়া, ডাল ধোয়া, ছোট সবজি কাটা এগুলো শিশুরা খুব আগ্রহ নিয়ে করে। চাইলে রান্নাবাটি খেলনার মাধ্যমেও সে শিখতে পারে রান্নার প্রাথমিক ধারণা।

🎶 গান-নাচ ও গল্পের বই

গান ও নাচ শিশুর আবেগ প্রকাশের চমৎকার মাধ্যম। ঘরের পরিবেশে গান শোনানো, ছোট ছোট নাচ শেখানো বা নিজে গাইতে দেওয়া যেতে পারে। পাশাপাশি গল্পের বই পড়া অভ্যাস করালে শিশুর শব্দভাণ্ডার যেমন বাড়বে, তেমনি কল্পনার জগৎ হবে সমৃদ্ধ।


সবচেয়ে বড় কথা, বৃষ্টির দিনে শিশুকে শুধু সময় দিলেই তারা আনন্দ খুঁজে নেয়। তাই একটু মনোযোগ আর পরিকল্পনা দিয়ে আপনি আপনার সন্তানকে দিতে পারেন একটি সুখকর ও সৃজনশীল দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button