জাতীয়

রাজধানীতে র‍্যাব-পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৭ টনের বেশি নিষিদ্ধ পলিথিন জব্দ

মিরপুরে বিশেষ অভিযানে হাজারো কেজি পলিথিন উদ্ধার, পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

এবিএনএ: রাজধানীতে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে ৭ টনেরও বেশি পলিথিন জব্দ করেছে র‌্যাব ও পরিবেশ অধিদপ্তরের একটি যৌথ দল।

বুধবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে মিরপুরের শাহআলী থানাধীন ছিন্নমূল শপিং কমপ্লেক্স ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশ নেয় পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এবং র‌্যাব-৪ এর একটি বিশেষ টিম। নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম এবং র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান।

অভিযানে মোট ৭ হাজার ২৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে এসব মালামাল পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ে হস্তান্তর করা হয়।

র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি জানান, অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলতে থাকবে। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরও আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button