এবিএনএ: ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২০তম ড্র বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এতে ছয় লাখ টাকার প্রথম পুরস্কার জিতেছে নম্বর ০৫৪৪২২২।
ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে এই ড্র অনুষ্ঠিত হয়।
ড্রয়ের অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছে —
দ্বিতীয় পুরস্কার (৩ লাখ ২৫ হাজার টাকা): ০২৪১৭৬৮
তৃতীয় পুরস্কার (প্রতি পুরস্কার ১ লাখ টাকা): ০৯৬৪০৫২ ও ০৫৫৩৮৪৫
চতুর্থ পুরস্কার (প্রতি পুরস্কার ৫০ হাজার টাকা): ০১৯৭১৪২ ও ০০৫৪৩৮২
এছাড়া পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে মোট ৪০ জন বিজয়ী হয়েছেন। বিজয়ী নম্বরগুলো হলো:
০০০৬৭৫৪, ০০৩১২৯৬, ০০৫৩৮১১, ০০৬৭৫৬৬, ০১০৪৩৩৪, ০১১১৩৭১, ০১৪৯৯৯২, ০১৬৪৬০৬, ০১৯৩৩৫৪, ০২২২০৯৫,
০২৫৪৯৪০, ০২৯৮২৬৬, ০৩২৩৩৬২, ০৩২৮১২২, ০৩৭৬৪২৩, ০৪০৩৬৩৫, ০৪১৯৬১৪, ০৫২৪৯৩৫, ০৫৪১৭৩৪, ০৫৮২৯৮৬,
০৬১৩৭০৪, ০৬২৯৬৩৮, ০৬৫৭৭৩৪, ০৬৫৭৯৯৪, ০৬৬৫৭৫৭, ০৬৭৪৫২৪, ০৬৮৯৪১৯, ০৭০২৬৯৬, ০৭০৮০৩৩, ০৭৩৫১০২,
০৭৫১১৬৫, ০৭৫৫৭২৪, ০৭৭২৫৮০, ০৮২৪৯৮৮, ০৮৪১৫০৩, ০৮৪৮১৩৭, ০৮৭০২২২।
এই ড্রয়ে ৮২টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়েছে। প্রতিটি সিরিজের জন্য ড্রয়ের সংখ্যা একই থাকায় ঘোষিত নম্বরগুলো সব সিরিজেই পুরস্কারের জন্য প্রযোজ্য।
ড্রয়ের আওতায় আসবে সেসব প্রাইজবন্ড, যেগুলো নির্ধারিত ড্রয়ের ৬০ দিন আগে বিক্রি হয়েছে। আয়কর আইন ২০২৩ অনুযায়ী, পুরস্কারের অর্থের ওপর ২০ শতাংশ উৎসে কর কাটা হবে।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.