নতুন মৌসুমে জমজমাট প্রিমিয়ার লিগ: লড়াইয়ে শিরোপার দাবিদার একাধিক দল
লিভারপুল, আর্সেনাল, ম্যানসিটি, চেলসি ও ম্যানইউ—সবাই প্রস্তুত এবারের প্রিমিয়ার লিগে শিরোপার জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতায় নামতে


এবিএনএ: ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম আজ থেকে শুরু হচ্ছে। এনফিল্ডে লিভারপুল বনাম বোর্নমাউথ ম্যাচ দিয়েই মাঠে গড়াবে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই লিগ। গত মৌসুমে শিরোপা জেতা লিভারপুল এবারও হটফেভারিট হিসেবে মাঠে নামছে। তবে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি সমান শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, নিউক্যাসল এবং টটেনহ্যামও শিরোপার দৌড়ে চমক দেখাতে পারে।
লিভারপুল বস আর্নে স্লট নতুন মৌসুমে শক্তিশালী স্কোয়াড গড়ে তুলেছেন। সালাহ ও ফন ডাইকের সঙ্গে নতুন চুক্তির পর তারা দলবদলে খরচ করেছেন ২৬০ মিলিয়ন পাউন্ড, দলে এনেছেন ফ্লোরিন উইর্টজ ও হুগো একিতিকির মতো প্রতিভাবান খেলোয়াড়। যদিও নিউক্যাসলের স্ট্রাইকার আলেকজান্ডার ইসাককে দলে টানা সম্ভব হয়নি।
অন্য দলগুলোও প্রস্তুত। আর্সেনাল ভিক্টর ইয়োকেরেসকে দলে নিয়েছে, ম্যানইউ সাজিয়েছে নতুন আক্রমণভাগ—কুনহা, এম্বিউমো ও সেসকোকে নিয়ে। ম্যানসিটিতে হালান্ডের সঙ্গী হয়েছেন রায়ান চেরকি। চেলসিও এনেছে ব্রাজিলিয়ান তরুণ হোয়াও পেদ্রো, এস্তেভাও ও ইংলিশ স্ট্রাইকার লিয়াম ডেলাপকে।
আর্নে স্লটের ভাষায়, “এবারের মৌসুম সম্ভবত আগের যেকোনো সময়ের চেয়ে বেশি কঠিন হতে চলেছে। কারণ প্রতিটি দলই অসাধারণ খেলোয়াড় দিয়ে নিজেদের শক্তিশালী করেছে।”