পরিবারই সবচেয়ে বড় সাফল্য: নতুন বছরে জীবন ও ক্যারিয়ার নিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার খোলামেলা উপলব্ধি
নতুন বছরের শুরুতে সমুদ্রসৈকত থেকে আত্মকথনে প্রিয়াঙ্কা, নিজের পথচলা, পরিবার ও আত্মবিশ্বাস নিয়ে দিলেন অনুপ্রেরণার বার্তা।


এবিএনএ: বিয়ের পর যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন বলিউড থেকে হলিউডে সফলভাবে পা রাখা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। একের পর এক আন্তর্জাতিক সিনেমা ও সিরিজে অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বৈশ্বিক তারকায়। নতুন বছর শুরু হতেই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে পরিবার ও নিজের প্রতি কৃতজ্ঞতার কথা প্রকাশ করেছেন তিনি।
নতুন বছরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে সমুদ্রসৈকতে হাঁটতে হাঁটতে নিজের ভাবনার কথা জানান প্রিয়াঙ্কা। আকাশি রঙের বিকিনিতে দেখা যাওয়া এই ভিডিওতে তিনি বলেন, সামনে থেকে ক্যামেরার মুখোমুখি হয়ে আরও খোলামেলা কথা বলার অভ্যাস গড়ে তুলতে চান।

নিজের ব্যক্তিগত উন্নয়ন প্রসঙ্গে অভিনেত্রী জানান, ক্যামেরার সামনে কথা বলায় নিজেকে আরও দক্ষ করে তুলতেই এই উদ্যোগ। পাশাপাশি জীবনের দ্রুতগতির বাস্তবতা নিয়েও কথা বলেন তিনি। হালকা রসিকতার সুরে প্রিয়াঙ্কা উল্লেখ করেন, সাফল্যের দৌড়ে ছুটতে ছুটতে অনেক সময় মানুষ নিজের অর্জনকে স্বীকৃতি দিতেই ভুলে যায়।
তিনি বলেন, পরিবার ও নিজের দীর্ঘ পথচলার দিকে তাকিয়ে হঠাৎ গভীর কৃতজ্ঞতা অনুভব করেন তিনি। এতদূর আসাটাই যে এক বিশাল অর্জন, সেটি উপলব্ধি করেই নিজের প্রতি সামান্য বাহবা দিয়েছেন অভিনেত্রী।

গোধূলির আলোয় সূর্যাস্তের দৃশ্য দেখিয়ে ভক্তদের উদ্দেশে প্রিয়াঙ্কা আরও বলেন, জীবনের অন্ধকার সময় পেরিয়ে আলো আসবেই—তাই ধৈর্য ধরে প্রক্রিয়ায় বিশ্বাস রেখে এগিয়ে যাওয়াই সবচেয়ে জরুরি।
কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন ‘দেশি গার্ল’। শিগগিরই তাকে দেখা যাবে নির্মাতা এস এস রাজামৌলির বহুল আলোচিত সিনেমা ‘বারাণসী’-তে, যা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।




