এবিএনএ: বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন পর্যায়ের ১৬ জন কর্মকর্তার দায়িত্বে ব্যাপক রদবদল আনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
এই বদলির তালিকায় রয়েছেন ৫ জন অতিরিক্ত ডিআইজি, ১০ জন পুলিশ সুপার (এসপি) এবং একজন অতিরিক্ত পুলিশ সুপার।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়,
পুলিশ সদরদপ্তরের রেবেকা সুলতানাকে পাঠানো হয়েছে সিআইডিতে,
রাজশাহীর সারদার ফয়সল মাহমুদকে সিলেট রেঞ্জে,
এটিইউয়ের মো. আশরাফুল ইসলাম হবেন পুলিশ সদর দপ্তরে,
ফারুক আহমেদকে এপিবিএন সদরদপ্তরে,
এবং এসবির মো. মিজানুর রহমানকে বদলি করা হয়েছে ঢাকার টিডিএস ইউনিটে।
পুলিশ সুপারদের মধ্যে যাঁরা বদলি হয়েছেন তাদের মধ্যে রয়েছেন—
ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া (হাইওয়ে পুলিশ) হবেন রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে,
সাখাওয়াত হোসেন (বরিশাল ইনসার্ভিস ট্রেনিং) যাবেন রাজারবাগ পুলিশ টেলিকমে,
মো. খাইরুল ইসলাম (হাইওয়ে পুলিশ) যাবেন ট্যুরিস্ট পুলিশে,
খন্দকার নুর রেজওয়ানা পারভীন (পিবিআই) হবেন পুলিশ সদরদপ্তরে,
মীর আবু তৌহিদ (নোয়াখালী পিটিসি) যাবেন সিআইডিতে,
মো. মিজানুর রহমান (ট্যুরিস্ট পুলিশ) যাবেন এপিবিএনে,
আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান (খুলনা) হবেন সিআইডিতে,
সৈকত শাহীন (কুষ্টিয়া ইনসার্ভিস ট্রেনিং) যাবেন শিল্পাঞ্চল পুলিশে,
কাজী মো. আবদুর রহীম (এটিইউ) যাবেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে,
এবং মো. আব্দুল্লাহ আল ইয়াছিন (সিআইডি) হবেন বরিশাল ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে।
এছাড়া, সিলেটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আমিনুর রহমানকে বদলি করা হয়েছে এসবিতে।
এই আদেশের মাধ্যমে দেশের পুলিশ প্রশাসনে আবারও একবার গুরুত্বপূর্ণ পুনর্বিন্যাস হলো, যা প্রশাসনিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.