“অভিনয়ই আমার প্রথম ভালোবাসা, মাধ্যম নয়”—সোজাসাপ্টা পারসা ইভানা
যুক্তরাষ্ট্রে অভিনয় ও নাচে প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন পারসা ইভানা; বললেন, ‘গল্প ও চরিত্র ভালো হলে যেকোনো মাধ্যমেই কাজ করব’


এবিএনএ: জনপ্রিয় অভিনেত্রী ও মডেল পারসা ইভানা যুক্তরাষ্ট্রে অভিনয় ও নাচের কোর্স সম্পন্ন করে দেশে ফিরেছেন। সম্প্রতি এক আলাপচারিতায় তিনি জানান, অভিনয়ই তার জীবনের প্রধান অগ্রাধিকার—এটি সিনেমা, টেলিভিশন বা ওটিটি—যে মাধ্যমেই হোক না কেন।
তিনি বলেন, “আমি যুক্তরাষ্ট্রে ঘুরতে গিয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম সময়টা একটু শিখতেও কাজে লাগাই। তাই ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’-তে অভিনয়ের শর্ট কোর্স ও ‘স্টেপস অন ব্রডওয়ে’-তে নাচের প্রশিক্ষণ নেই। এই শেখার অভিজ্ঞতা আমাকে ভেতর থেকে সমৃদ্ধ করেছে।”
অভিনয়ে শেখার প্রক্রিয়া নিয়ে পারসা বলেন, “অভিনয় এমন একটি বিষয় যা একদিনে শেখা যায় না। কোর্সে শিখেছি শৃঙ্খলা, ম্যানার, ইমোশন ও এক্সপ্রেশন কতটা গুরুত্বপূর্ণ। আমার শিক্ষক বলেছিলেন—‘নিজের মতো হও, অনুভূতি নিজের মতো করে প্রকাশ করো।’ এই কথাই এখন আমার দিকনির্দেশনা।”
দেশে ফিরে কিছুটা বিশ্রাম নিয়েছেন তিনি। সম্প্রতি কয়েকটি ফটোশুট করলেও এখনো বড় কোনো প্রজেক্ট হাতে নেননি। ইভানা বলেন, “আমি এমন একটি কাজ দিয়ে ফিরতে চাই যা আমার ক্যারিয়ারের নতুন অধ্যায় হবে।”
জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেল পয়েন্ট’-এর চতুর্থ সিজনে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন তিনি। এ প্রসঙ্গে পারসা জানান, “আমার চরিত্রটি দেশের বাইরে চলে যায়। পরিচালক যদি মনে করেন গল্পে ফেরার জায়গা আছে, তাহলে হয়তো আবার দেখা যেতে পারে।”

সিনেমায় অভিনয়ের প্রসঙ্গে পারসা ইভানা বলেন, “আমার কাছে গুরুত্বপূর্ণ হলো অভিনয়। গল্প ও চরিত্র যদি ভালো হয়, সেটা সিনেমা, ইউটিউব বা ওটিটি—যেখানেই হোক, আমি কাজ করব। আমি সব মাধ্যমেই অভিনয়ের জন্য প্রস্তুত।”
তিনি আরও যোগ করেন, “এখন দেশে দারুণ সিনেমা তৈরি হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসা পাচ্ছে। ব্যাটে-বলে মিলে গেলে আমাকেও বড় পর্দায় দেখা যেতে পারে—তবে সেটি হলে সবাই আনুষ্ঠানিকভাবে জানবেন।”




