খেলাধুলা

ভুটানের লিগে ইতিহাস গড়ল সাবিনা ও মনিকা

ভুটানের উইমেন্স লিগে সাবিনার ৯ ও মনিকার ৭ গোল, স্যামতসের বিপক্ষে ২৮-০ ব্যবধানে অবিশ্বাস্য জয় পারো এফসির

এবিএনএ: ভুটানের নারী ফুটবল লিগে বাংলাদেশের দুই ফুটবলার সাবিনা খাতুন মনিকা চাকমা দেখালেন নজিরবিহীন পারফরম্যান্স। স্যামতসের বিপক্ষে তাদের ক্লাব পারো এফসি ২৮-ব্যবধানে জয়লাভ করে ফুটবল অঙ্গনে সৃষ্টি করেছে চাঞ্চল্য।

এই ম্যাচে সাবিনা একাই করেছেন ৯টি গোল, আর মনিকা করেছেন ৭টি। শুধু তারা নয়, হ্যাটট্রিক করেছেন মাতসুশিমা সুমাইয়াও, যার ঝুলিতে গোল। ঋতুপর্ণা করেছেন আরও ৪টি গোল। চারজন মিলে করেন ম্যাচের ২৫টি গোল!

খেলা শুরুতেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পারো এফসি। ৮তম মিনিটে সাবিনার প্রথম গোল দিয়ে গোলবন্যার সূচনা হয়। এরপর ২৬ ৩১তম মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন এই সাফজয়ী তারকা। দ্বিতীয়ার্ধে ৬৩তম মিনিটে ডাবল হ্যাটট্রিক এবং পরে আরও তিনটি গোল করে মোট গোলের মালিক হন তিনি।

মনিকা প্রথম গোল করেন ১৯তম মিনিটে। এরপর ২৮ ৩৮তম মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। দ্বিতীয়ার্ধে আরও চারবার বল জালে পাঠিয়ে গোলের অসাধারণ কীর্তি গড়েন তিনি।

সুমাইয়া গোল করেন ৩৬তম মিনিটে। পরে ৩৮ ৫২তম মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন এবং শেষ দিকে আরও দুটি গোল যোগ করেন।

ঋতুপর্ণার গোলের শুরু বিরতির পর। ৫৩, ৬৪, ৭৭ এবং ৮১তম মিনিটে গোল করে তিনিও নিজের নাম লেখান দুর্দান্ত স্কোরারদের তালিকায়।

বাংলাদেশি নারী ফুটবলারদের এই নজিরবিহীন পারফরম্যান্স ভুটানের মাঠে শুধু জয়ই নয়, এক অভাবনীয় ইতিহাস রচনা করে গেল।

Share this content:

Back to top button